বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আয়করে জালিয়াতির রেকর্ড

ভুয়া ব্যাংক চালানে নকল সনদ রাজস্ব খাতে ‘সাগর চুরি’ অবস্থা চিন্তিত সরকারের শীর্ষ মহল

রুহুল আমিন রাসেল ও তুহিন হাওলাদার

কর প্রশাসনের মাঠ পর্যায়ে জাল-জালিয়াতির রেকর্ড ভাঙতে শুরু করেছে। প্রশাসনিক অডিটে ধরা পড়েছে, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় ভুয়া চালান তৈরি করে বিপুলসংখ্যক নকল আয়কর সনদ প্রদান করা হয়েছে। রিটার্ন দাখিলের পর সাধারণ করদাতাদের দেওয়া হয়েছে ভুয়া আয়কর সনদ। এভাবে করদাতাদের আয়করের টাকা মেরে দিয়েছে অসাধু চক্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খোদ কর প্রশাসনের অডিটে এসব তথ্য পেয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে হয়রানির শিকার ভুক্তভোগীদের অভিযোগ, আয়কর অফিসের অসাধু কর্মচারী আর ভুইফোঁড় দালাল আইনজীবীরা সাধারণ করদাতাদের সঙ্গে এ ধরনের প্রতারণা করে চলেছেন। এদিকে বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঢাকার কর অঞ্চল-৪-এর অধীন ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-১৬ করবর্ষে রিটার্ন দাখিলকারী ১৭৪ জন করদাতার নামে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল ও সদরঘাট এবং সোনালী ব্যাংকের মতিঝিল, কাকরাইল ও বায়তুল মোকাররম শাখায় চালান জালিয়াতি করে সরকারি কোষাগারে জমা দেওয়া কর-রাজস্ব আত্মসাৎ করা হয়েছে। এই জাল ও নকলের বিষয়টি প্রমাণিত হয়েছে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের ওয়েবসাইটে ‘অনলাইন চালান ভেরিফিকেশন’-এর মাধ্যমে। পরে কয়েকটি চালানের সঠিকতা যাচাইয়ে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় যোগাযোগ করে একই চিত্র পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, কর অঞ্চল-৪-এর প্রধান কার্যালয়ের পদস্থ এমএলএসএস মো. শহিদ মিয়া ব্যাংকের ভুয়া চালান তৈরি করে নকল আয়কর সনদ জাল-জালিয়াতির নাটের গুরু। এসব করে তিনি মোটা অঙ্কের সরকারি রাজস্ব আত্মসাৎ করেছেন। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, কর প্রশাসনের মাঠ পর্যায়ের বিভিন্ন আয়কর অফিসে কর-রাজস্ব জালিয়াতির এমন অসংখ্য নাটের গুরু ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। বিষয়টি স্বীকার করে রাজস্ব আদায়ে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ব্যাংকের ভুয়া চালান তৈরি করে ভুয়া আয়কর সনদ জালিয়াতির যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিচ্ছে এনবিআর। এরই মধ্যে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে আরও ব্যবস্থা নেওয়া হবে। যখনই অভিযোগ পাওয়া যাবে, তখনই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন দেশের কিছু দূতাবাস থেকে প্রেরণ করা তথ্য যাচাই-বাছাই করে অনিয়ম ও ভুয়া আয়কর সনদেরও অস্তিত্ব পাওয়া গেছে। তবে আইনজীবীরা জড়িত থাকলে তাদের সনদ বাতিল করে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হতে পারে।’ এনবিআর সূত্র জানায়, সারা দেশে শতাধিক অসাধু কর্মচারী আয়কর সনদ জালিয়াতি করেছেন। এসব কর্মকর্তা-কর্মচারী নিজেদের অবস্থানে বহাল তবিয়তে থাকতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন। এ ছাড়া নয়জন কর্মচারী নিয়মিত অফিস না করে গা ঢাকা দিয়েছেন। সব মিলিয়ে বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহল গভীরভাবে চিন্তিত। তারা মনে করে, রাজস্ব খাতে ‘পুকুর নয় সাগর চুরি’র এই বিরল ঘটনা কর প্রশাসনের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে। আয়কর মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবী রাজিউল কবির রাজি গতকাল বলেন, ‘আয়কর আইনজীবীর নামে বেশ কিছু দালাল আছে, যাদের সারা বছর দেখা যায় না। কিন্তু প্রতি বছর রিটার্ন দাখিলের সময় দুর্নীতিবাজ ও ভুইফোঁড় দালাল আইনজীবীরা সরব হয়ে ওঠেন। এরা বিভিন্ন আয়কর অফিসে মাঠ পর্যায়ের অসাধু কর্মচারীদের মাধ্যমে ব্যাংকের ভুয়া চালান তৈরি করে ভুয়া আয়কর সনদ তৈরি করেন। এতে সাধারণ করদাতারা যেমন প্রতারিত হন, তেমনি সরকার প্রতি বছর বিপুল রাজস্ব হারায়।’ জালিয়াতির এ ঘটনা জানাজানি হওয়ার পর অনেক সাধারণ করদাতা পুনর্নিশ্চিত হওয়ার জন্য তাদের আয়কর সনদ যাচাই-বাছাই করতে সংশ্লিষ্টদের কাছে দৌড়ঝাঁপ করছেন। সংশ্লিষ্টরা জানান, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১৬৫ ধারায় জাল ও নকল চালান সরবরাহ করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে সর্বনিম্ন তিন মাস থেকে তিন বছরের জেল বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড আরোপযোগ্য। এ বিষয়টি উল্লেখ করে মাঠ পর্যায়ের আয়কর অফিস থেকে শত শত করদাতার বিরুদ্ধে জাল ও নকল চালান সরবরাহের অভিযোগ তুলে নোটিস পাঠানো হয়েছে। পরে বিষয়টি আমলে নিয়ে করদাতারা অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট কর অফিসের বেশ কিছু অসাধু কর্মচারীর বিরুদ্ধে। এমন একজন করদাতা কেরানীগঞ্জের মো. এমদাদ হোসেন।

করদাতা শনাক্তকরণ বা ই-টিআইএন ৭১১৭৫৩৬৩৫৩২৬ নম্বরধারী এই করদাতা অভিযোগপত্রে বলেন, তিনি ঢাকায় আধুনিক শিপ বিল্ডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি ব্যবসার শুরু থেকেই আয়কর পরিশোধ করে আসছেন। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ করবর্ষের রিটার্ন এমএলএসএস মো. শহিদ মিয়ার মাধ্যমে দাখিল করা হলে তিনি আয়কর সনদ প্রদান করেন। এজন্য রিটার্ন জমার বিপরীতে তার কাছ থেকে ৫-৬ হাজার টাকা নেওয়া হয়। আর চালানটি নিজের হাতে জমা না হওয়ায় জাল বা নকল হওয়ার বিষয়টি অবগত নন এমদাদ হোসেন। তিনি নিজেকে অল্প শিক্ষিত একজন ক্ষুদ্র ব্যবসায়ী উল্লেখ করে ওই অভিযোগপত্রে আরও বলেন, ‘আমার অনেক কষ্টে অর্জিত টাকা জাল ও নকল চালান সরবরাহ করে আত্মসাৎ করায় এমএলএসএস মো. শহিদ মিয়ার কঠিন শাস্তি দাবি করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর