শিরোনাম
বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

হিলারিকে সমর্থন দিলেন চেক প্রধানমন্ত্রী, ট্রাম্পের বিষোদগার

প্রতিদিন ডেস্ক

হিলারিকে সমর্থন দিলেন চেক প্রধানমন্ত্রী, ট্রাম্পের বিষোদগার

এবার ট্রাম্পকে নিয়ে বিষোদগার করলেন চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী বাহুস্লাভ সাবোকটা। তিনি সামরিক জোট ন্যাটোর নিরাপত্তার জন্য মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন অনেক যোগ্য ও ভালো বলেও জানিয়েছেন। পূর্ব ইউরোপের এই নেতা বলেন, তিনি ও তার জোটের নেতারা মনে করেন, ‘মার্কিন নির্বাচনের আগে দুই প্রার্থী ন্যাটো নিয়ে তাদের যে পরিকল্পনার কথা বলেছেন তাতে জোট (ন্যাটো) হিলারি জয়ী হলে অনেক নিরাপদ হবে। গতকাল দেশটির অর্থনৈতিক দৈনিক হস্পোডারেস্কি নভিনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। সাবোকটা বলেন, হিলারি একসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এ কারণে ন্যাটোর নিরাপত্তার বিষয়ে ট্রাম্পের চেয়ে তিনি অনেক এগিয়ে। আর ট্রাম্প নির্বাচিত হলে সবার জন্য তিনি হুমকি হয়ে দাঁড়াবেন। তার আরও মন্তব্য,বিশ্বের নিরাপত্তা রক্ষায়ও হিলারি যোগ্য। সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটো নিয়ে বলেন, ‘এই জোটের কোনো দেশকে রাশিয়া আক্রমণ করলে যুক্তরাষ্ট্রকে খাদ্য-রসদ সব দিয়ে সাহায্য করতে হয়। কিন্তু এখন থেকে এই জোটের কেউ আক্রান্ত হলে আমরা সাহায্য করতে যাব। তবে তার আগে শর্ত থাকবে এই সাহায্যের বিনিময়ে দেশটি যুক্তরাষ্ট্রকে কী দেবে। যদি আমাদের দেওয়া (যে কোনো) শর্ত মানতে রাজি হয় আমরা (যুক্তরাষ্ট্র) তবেই সাহায্য করব।’ অথচ ২৮টি সদস্য দেশের সামরিক সংগঠন ন্যাটোর মূলনীতিই হচ্ছে কোনো সদস্য দেশ কারও দ্বারা আক্রান্ত হলে মনে করা হবে, সব দেশই আক্রান্ত হয়েছে। ফলে সদস্য মিলে শত্রুর মোকাবিলা করবে। আর এই জোটের নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্র। চেক প্রধানমন্ত্রী আরও বলেন, ন্যাটোর স্বার্থেই হিলারিকে জয়ী হওয়া উচিত।

এবার হিলারির স্বাস্থ্য নিয়ে বিরূপ মন্তব্য ট্রাম্পের : রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের স্বাস্থ্য নিয়ে বিরূপ মন্তব্য করে বসলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে পেছানো এবং আয়কর রিটার্ন প্রকাশ না করায় সমালোচনার মুখে তিনি হিলারির স্বাস্থ্য নিয়ে মন্তব্য করেন।

সর্বশেষ খবর