বুধবার, ২৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঈদের আগেই মাদক ব্যবসায়ীদের কোরবানি দেওয়া হবে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান জানিয়েছেন, তার ‘ভিমরুলে চাক’ আছে। এ চাক  ছেড়ে দিলে নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যাবে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে ফতুল্লা থানা এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শামীম ওসমান পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘জাস্ট গো ফর দ্য অ্যাকশন’। তবে নিরীহ কোনো ব্যক্তিকে যাতে হয়রানি করা না হয় সেদিকে খেয়াল রাখতেও প্রশাসনের প্রতি অনুরোধ করেন তিনি। তিনি আরও বলেন, আগামী কোরবানি ঈদের আগেই মাদক ব্যবসায়ীদের কোরবানি দিয়ে দেওয়া হবে। সভায় উপস্থিত জনপ্রতিনিধিদের কাছ থেকে মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের তালিকা  চেয়েছেন শামীম ওসমান। উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় শামীম ওসমান সদর উপজেলার প্রত্যেক পাড়া-মহল্লা, ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠনের তাগিদ দেন। পরে ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে সমাবেশ করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণের ঘোষণা দেন। তিনি আরও বলেন, ‘কমিটি গঠন করতে গিয়ে যদি দেখা যায় সদস্যের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায় তাতেও সমস্যা নেই। তাদের নিয়েই ১২ সেপ্টেম্বর সমাবেশ করা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী, ফতুল্লার এসিল্যান্ড নাহিদা বারিক, ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন, সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান, সিদ্ধিরগঞ্জ থানার ওসি শরাফত উল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস  চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ এম সাইফুল্লাহ বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বক্তাবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েতনগর  ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আলীরটেক ইউপি  চেয়ারম্যান আলহাজ মতিউর রহমান মতি, গোগনগর ইউপি  চেয়ারম্যান নওশেদ আলী প্রমুখ।

সর্বশেষ খবর