বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নরসিংদীতে মন্দির তত্ত্বাবধায়ককে কুপিয়ে আহত, আটক ২

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রঘুনাথপুরে কালীমন্দিরের তত্ত্বাবধায়ক চিত্তরঞ্জনকে (৩৫) চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটানো হয়। পুলিশ এ ব্যাপারে দুজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনার আগে কালীমন্দিরের পাশে মোটরসাইকেল নিয়ে তিন যুবক আসে। তাদের মধ্যে মাস্ক পরা দুই যুবক মহাসড়কের পার্শ্ববর্তী চিত্তরঞ্জনের দোকানে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত চিত্তরঞ্জনকে প্রথমে পাঁচদোনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ জানান, হামলাকারীদের চাপাতির আঘাতে চিত্তরঞ্জনের মাথা, ঘাড় ও পেটে জখম হয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এ ঘটনায় ফিরোজ ও হাবিব নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নরসিংদী শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় সাহা জানিয়েছেন, আহত চিত্ররঞ্জন রঘুনাথপুর শ্রীশ্রী কালীমন্দিরের তত্ত্বাবধায়ক। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর