বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

বিলেতে ব্রিটিশ বাংলাদেশিদের বিয়ের ধুম

আ স ম মাসুম, যুক্তরাজ্য

ব্রিটেনের ইমিগ্রেশন কড়াকড়ির কারণে বাংলাদেশে গিয়ে বিয়ে করার হার কমে গেছে। এখন ব্রিটেনে একজন পোষ্য আনতে বছরে সাড়ে ১৮ হাজার পাউন্ড আয় দেখাতে হয়। এ ছাড়া বাংলাদেশ থেকেই ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা দিতে হয়। এ জন্য গত কয়েক বছর ধরে ব্রিটেনে বেড়ে গেছে বাংলাদেশি কমিউনিটির বিয়ে। আর এই বিয়েকে ঘিরে মিলিয়ন পাউন্ডের বাজার তৈরি হয়েছে কমিউনিটিতে। জুলাই এবং আগস্ট হচ্ছে ব্রিটেনের বাঙালিপাড়ায় বিয়ের মৌসুম। সাধারণ গ্রীষ্মে ৬ সপ্তাহের লম্বা স্কুল হলিডের সুযোগে এসব বিয়ের আয়োজন করা হয়ে থাকে। এ সময় পুরো যুক্তরাজ্য বা ইউকেতে ধুম পড়ে বিয়ে আয়োজনের। গত বছর ইউকের বাংলাদেশি কমিউনিটিতে প্রায়  দেড় হাজার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। আর এসব বিয়েতে পরিবারগুলো ব্যয় করেছে প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড। ব্রিটেনের জনপ্রিয় এশিয়ানা ওয়েডিং ম্যাগাজিনের এক অনলাইন সার্ভে রিপোর্টে বলা হয়েছে, ব্রিটেনে মুসলিমসহ এশিয়ান  বিয়েকে কেন্দ্র করে প্রতি বছর ২ দশমিক ২ বিলিয়ন পাউন্ডের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এশিয়ান কমিউনিটির অধিকাংশ পরিবারেই বিয়ে ব্যয়বহুল হয়ে থাকে। বলা হয়ে থাকে, এশিয়ানরা বিয়েতে খরচ করেন, বছরে তাদের মোট বেতনের দ্বিগুণ অর্থ। এদিক দিয়ে কম যায় না বাংলাদেশি কমিউনিটিও। ২০১১ সালের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ব্রিটেনে বাংলাদেশির সংখ্যা প্রায় ৪ লাখ ৫১ হাজার ৫২৯ জন। যা ব্রিটেনের মোট জনসংখ্যার ০.৫%। ব্রিটেনে বাংলাদেশিরা এখন চতুর্থ প্রজন্মে পদার্পণ করেছে।

সর্বশেষ খবর