বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
মুস্তফা কামাল-বার্নিকাট বৈঠক

অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্রকে প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের চলমান অগ্রগতি আরও বেগবান করতে যুক্তরাষ্ট্রের আরও সহযোগিতার প্রয়োজন রয়েছে। পরিকল্পনামন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল গতকাল তার মন্ত্রণালয়ে মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন। বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে এ সময় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থান। এখানকার সুদৃঢ় সামাজিক নিরাপত্তা, দক্ষ জনশক্তিসহ বিনিয়োগের প্রতিটি উপাদান সহজলভ্য এবং লাভজনক। তিনি সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগকারীদের অধিক হারে এগিয়ে আসতে রাষ্ট্রদূতের সহযোগিতাও প্রত্যাশা করেন। সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অল্প সময়ের মধ্যে বিভিন্ন খাতে বাংলাদেশের অনেক বড় সফলতা লক্ষ্য করছি, যা দেশকে এগিয়ে নেওয়ার সফল পরিকল্পনারই ফসল। বার্নিকাট বলেন, উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অব্যাহত উন্নয়নে আনন্দিত।

আগামী দিনগুলোতে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ ‘উইন উইন’ পরিস্থিতি কেবল বিনিয়োগ বাড়াতেই সাহায্য করবে না বরং শিক্ষা-স্বাস্থ্য ক্ষেত্রের অগ্রগতিকে বেগবান করতে সহায়ক হবে যা দেশের অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে। পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের কারিগরি জ্ঞানসম্পন্ন জনসংখ্যা বর্তমানে শতকরা দশ ভাগে উন্নীত হয়েছে এবং আগামী ২০৩০ সালের মধ্যে প্রকৃত জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে এবং অভিষ্ট লক্ষ্য অর্জনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, আগামী দশ বছরে শিক্ষার হার হবে শতভাগ।

সর্বশেষ খবর