শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্পের প্রচারণায় ব্রেক্সিট নেতা

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের প্রচারণায় ব্রেক্সিট নেতা

যার আন্দোলনের কারণে ব্রিটেন ইইউ থেকে বের হয়েছে সেই ‘ব্রেক্সিট নেতা’ নাইজেল ফারাজ ইংল্যান্ড থেকে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানে এবার তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণা শুরু করেছেন। সমালোচনা করেছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের। বুধবার তিনি মার্কিন অঙ্গরাজ্য মিসিসিপির জ্যাকসনে কয়েক হাজার ট্রাম্পভক্তের র‌্যালিতে বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, সরকারের বিরুদ্ধে গিয়ে তিনি যেমন তার নিজের দেশ ব্রিটেনে ব্রেক্সিটের পক্ষে মূল প্রচারণা চালিয়েছিলেন সেই একই রকম কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যখন অবৈধ অভিবাসী ইস্যুতে তার কঠোর অবস্থান থেকে সরে আসার পক্ষে কথা বলেছেন তেমনই এক সময়ে তার জনসভায় দেখা মিলল ব্রেক্সিট প্রচারণার মাস্টারমাইন্ড বলে খ্যাত ব্রিটিশ এই নেতার। বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার অবস্থান থেকে অনেকটা সরে এসেছেন। তিনি বলেছেন, যারা যুক্তরাষ্ট্রের আইন মেনে এখানে থাকবেন তাদের সঙ্গে তিনি কাজ করতে চান। জ্যাকসনের ওই জনসভায় ট্রাম্প যখন তার প্রচারণার মাঝামাঝি তখন তিনি মঞ্চে ডেকে নেন নাইজেল ফারাজকে। এ সময় মঞ্চে দুই নেতা করমর্দন করেন। ট্রাম্প তার মাইক্রোফোন ছেড়ে দেন ফারাজের জন্য। এ সময় বক্তব্য দেওয়া শুরু করেন নাইজেল ফারাজ। তিনি বলেন, ব্রেক্সিট ভোটের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটিশদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিতে। এর মধ্য দিয়ে তিনি ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছেন। তবে মার্কিন নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন সম্ভবত আমি তা বলতে পারি না। কিন্তু আমি এটা বলব যে, আমি যদি মার্কিন নাগরিক হতাম তাহলে আপনারা আমাকে অর্থ দিলেও আমি হিলারি ক্লিনটনকে ভোট দিতাম না। উল্লেখ্য, ব্রিটেনের ইইউ গণভোটে ব্রেক্সিটপন্থিদের দিকে ঝুঁকেছিলেন ট্রাম্প। ২৩ জুনের গণভোটে ব্রিটিশদের ইইউ ছাড়ার পক্ষে ভোট দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প।

হিলারির আরও ইমেইল ফাঁসের হুমকি উইকিলিকসের : এর আগেও হিলারির গোপন নথি প্রকাশ করেছিল উইকিলিকস। আবারও হিলারি ক্লিনটনের আরও বেশ কিছু তথ্য ফাঁস করার ঘোষণা দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ডেমোক্রেটিক পার্টি ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথি প্রকাশ করে আলোড়ন তুলেছে উইকিলিকস। বুধবার রাতে আবারও অ্যাসাঞ্জ হুমকি দেন হিলারি ক্লিনটনের এমন কিছু গোপন মেইল তারা প্রকাশ করবেন, যা প্রেসিডেন্ট নির্বাচনে তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখবে। তবে অ্যাসাঞ্জ যখন হিলারির ভূমিকা উন্মোচন করতে যাচ্ছেন তখন তিনি নিজেই প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ তার উইকিলিকস। বিশ্ববাসীর বস্তুগতভাবে অস্তিত্বহীন আদালতে তার হাজিরা নির্ধারিত হয়েছে! তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি (দ্য অ্যাসোসিয়েটেড প্রেস)। তাদের অনুসন্ধানে দাবি করা হয়েছে, সৌদি সরকারের যে তথ্যগুলো ঢালাওভাবে উইকিলিকস ফাঁস করেছে, তাতে শত শত মানুষের ব্যক্তিগত তথ্যও রয়েছে। ব্যক্তিগত এসব তথ্যের মধ্যে রয়েছে অসুস্থ শিশু, ধর্ষণের শিকার নারী ও মানসিক রোগীরা। লন্ডনের ইকুয়েডর দূতাবাসে নির্বাসনে থাকা অ্যাসাঞ্জ বুধবার রাতে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের মেজিন কেলিকে জানিয়েছেন, ‘আমাদের কাছে প্রচুর তথ্য আছে, হাজার হাজার পৃষ্ঠার তথ্যগুলো বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের, যা নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত। কিছু তথ্য ভিন্ন আঙ্গিকের, অনেক চমকপ্রদ, আর কিছু তথ্য তো নিখাদ বিনোদন।’ এএফপি, বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর