শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শিল্পকলায় ‘কোর্ট মার্শাল’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘কোর্ট মার্শাল’

শীর্ষস্থানীয় নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চায়ন করেছে ব্যতিক্রমী গল্পের নাটক ‘কোর্ট মার্শাল’।

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এই নাটকটি। মানবসভ্যতার ইতিহাস এবং সত্য-মিথ্যার দ্বন্দ্বই নাটকটির মূল প্রতিপাদ্য বিষয়। মানবসভ্যতার ইতিহাস হলো অজানাকে জানার ইতিহাস। অজানাকে জানতে গিয়ে সত্য এবং মিথ্যের মধ্যে সৃষ্টি হয় দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্ব থেকেই বেরিয়ে আসে অন্য এক সত্য যা সভ্যতা তৈরি করে। অনেক সময় প্রচলিত সত্যের মধ্যেই মিথ্যের বীজ থেকে যায়। অন্য কথায় বলা যায় একটা ভিন্ন সত্যের অস্তিত্ব যেন থেকে যায়। এমন সব সত্য মানুষকে দেখাতে পারে মুক্তির পথ। এমনই গল্প নিয়ে বিন্যাস্ত হয়েছে নাটকটির কাহিনী। এস এম সোলায়মানের নাট্যরূপ ও নির্দেশনায় ‘কোর্ট মার্শাল’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ।

নজরুলের চারটি গানের ভিডিওচিত্র : কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান ও আমজাদ হোসেন দেশবরেণ্য এই চার চলচ্চিত্র নির্মাতা নির্মাণ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চারটি গানের ভিডিওচিত্র। ভিডিওচিত্রগুলোর গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা। জাতীয় কবির ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ শিরোনামে গানের অনুষ্ঠানে ভিডিওচিত্রগুলো চ্যানেল আইতে প্রচার হবে। অনুষ্ঠানটি পরিচালনা করছেন অনন্যা রুমা। গতকাল চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভিডিওচিত্রগুলোর নির্মাতা কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান, আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান এবং শিল্পী ফেরদৌস আরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর