শনিবার, ২৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
সরকারি গেজেটে উদ্বেগ

কানাডায় অর্ধশতাধিক আইএস জঙ্গি তত্পর

প্রতিদিন ডেস্ক

কানাডায় যে কোনো সময় জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে ২৫ আগস্ট প্রকাশিত সরকারি গেজেটে উদ্বেগ ও আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে, প্রশিক্ষণ নিয়ে ৬০ জন কানাডিয় নারী এবং পুরুষ জঙ্গি ফিরে এসেছে এবং তারা তাদের মতাদর্শে লোকজনকে উদ্বুদ্ধ করছে। খবর : এনআরবি নিউজ প্রাপ্ত     তথ্যানুযায়ী, কানাডা থেকে গত দুই বছরে ২৪০ তরুণ-তরুণী আইএসে যোগদান করেছে। এরমধ্যে কমপক্ষে ৬০ জন কানাডায় প্রত্যাবর্তন করেছে। এ খবরের উপর কানাডা সিনেট কমিটিতে বক্তব্য উপস্থাপনের সময় সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন। পাশপাশি সন্ত্রাসী হামলার আশঙ্কা ব্যক্ত করে ২৫ আগস্ট সরকারিভাবে গেজেট প্রকাশ করা হয়েছে।

রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশের তথ্যানুযায়ী, দেশ ত্যাগের পর জঙ্গি হিসেবে প্রশিক্ষণ গ্রহণ এবং বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলায় অংশগ্রহণকারী কানাডিয়ানের প্রতি ৫ জনের একজনই হচ্ছে তরুণী/যুবতী। অনেকে স্বামী ও সন্তানসহ আইএসে যোগ দিয়েছে। শিশু সন্তানসহ কানাডা ছেড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সিরিয়ায় গিয়ে যে সব যুবতী আইএসে যোগ দিয়েছে তারা মূলত সন্ত্রাসে লিপ্ত যুবকদের বিয়ে করেছে। তবে এরপর তারা কীভাবে দিনাতিপাত করছে— সে ব্যাপারে কানাডা পুলিশের কাছে বিস্তারিত তথ্য নেই।

সর্বশেষ খবর