রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা
চট্টগ্রামে অ্যামোনিয়া ট্যাংক বিস্ফোরণ

চীনা প্রকৌশলী দল পরিদর্শনে আসছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার বিস্ফোরিত অ্যামোনিয়া গ্যাস ট্যাংক পরিদর্শন করতে আসছেন চীনা প্রকৌশলীরা। আজ রবিবার তাদের চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কারখানা পরিদর্শনের কথা রয়েছে। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জিএম (প্রশাসন) আলমগীর জলিল বলেন, অ্যামোনিয়া প্লান্টটি পরিদর্শন করতে আগামীকাল (আজ) রবিবার চীনা প্রকৌশলীরা আনোয়ারায় আসবেন। এ সময় তারা বিস্ফোরণের কারণ খুঁজে বের করবেন। জানা যায়, ২০০৬ সালে চীনা প্রতিষ্ঠান চায়না কমপ্লান্ট ডিএপি ফার্টিলাইজার কারখানাটি তৈরি করে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিসিআইসি)-এর প্রতিষ্ঠানটি ২০১০ সালের ২৮ মার্চ পরিবেশগত ছাড়পত্র লাভ করে। যা ২০১৭ সালের ২৭ মার্চ পর্যন্ত নবায়ন করা আছে। এ কারখানায় বছরে ১ লাখ টনের বেশি ডিএপি সার উৎপাদন হয়। গত সোমবার রাতে দুর্ঘটনার পর ডাক পড়েছে চীনা প্রতিষ্ঠানটির। প্রসঙ্গত, গত সোমবার রাতে আনোয়ারা উপজেলায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যাসক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে দুই শতাধিক। এ ঘটনা তদন্ত করতে পৃথক দুটি কমিটি গঠন করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও জেলা প্রশাসক।

সর্বশেষ খবর