সোমবার, ২৯ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বিপর্যস্ত বিছনাকান্দি সড়ক, ভোগান্তি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বিপর্যস্ত বিছনাকান্দি সড়ক, ভোগান্তি

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এই জনপদ। জল-পাহাড়-সমতলের এমন মিশেলের দেখা মিলে না আর কোথাও। নান্দনিক সিলেটের নয়নাভিরাম পর্যটন কেন্দ্র বিছনাকান্দি। এখানকার সবুজ পাহাড় আর নীলাভ জলরাশির অলঙ্ঘনীয় আকর্ষণ প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে প্রকৃতিপ্রেমীদের। বিছনাকান্দির সৌন্দর্যে স্নাত হতে প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসেন। বিছনাকান্দিও তার শীতল জলধারায় ধুয়ে-মুছে ভুলিয়ে দেয় পর্যটকদের সব মানসিক অবসাদ। কিন্তু সীমাহীন সৌন্দর্যের আধার বিছানাকান্দিরও মনের গোপন কুঠিরে রয়েছে দুঃখ। সেই দুঃখের কারণ বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। বিছানাকান্দি যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে সড়ক পথ। সেই পথ বর্তমানে বেহাল। সংস্কারের ছোঁয়া না পেয়ে কোথাও সড়ক হয়ে উঠেছে চাষের জমি, আবার কোথাও মাছের খামার! এপারে সতত বহমান নীলাভ জলরাশি। ওপারে সারি সারি সবুজের পাহাড়। মধ্যখানে বাংলাদেশ-ভারত সীমান্ত রেখা। সেই সীমান্ত বাধা ডিঙিয়ে ওপারের পাহাড় থেকে নেমে এসেছে স্বচ্ছ ফেনিল জল। পাথরের সঙ্গে মিতালি করে সেই জল নেমে আসে এপারের পিয়াইন নদীর বুকে। পাহাড়, সবুজ আর নদীর এমন সম্মিলনে সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছানাকান্দি হয়ে উঠেছে অনন্য। একসময় সিলেটের ‘অপ্রতিদ্বন্দ্বী’ পর্যটন কেন্দ্র ছিল জাফলং। কিন্তু আড়ালে পড়ে থাকা বিছানাকান্দির রূপ-সৌন্দর্য ছড়িয়ে পড়ার পর ক্রমেই বিছানাকান্দি হয়ে উঠছে পর্যটকদের কাছে পরম আকাঙ্ক্ষিত দর্শনীয় স্থান। সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটস্থ বিছানাকান্দির রূপের রহস্যে ডুব দিতে প্রতিদিন শত শত পর্যটক ছুটে যান সেখানে। কিন্তু সিলেট থেকে বিছানাকান্দি যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বেহাল হওয়ায় একদিকে পর্যটকরা ত্যক্ত-বিরক্ত, অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটন বিকাশে। বিছানাকান্দি যাওয়ার জন্য সিলেট থেকে সড়ক পথে সালুটিকর হয়ে যেতে হয় হাদারপাড়। এরপর নৌকা দিয়ে পৌঁছাতে হয় বিছানাকান্দি। কিন্তু গত প্রায় তিন বছর ধরে এ সড়কে লাগেনি সংস্কারের ছোঁয়া। সড়কের সংস্কার দাবিতে বিভিন্ন সময় আন্দোলন হলেও টনক নড়েনি সড়ক ও জনপথ বিভাগের। বিভিন্ন সময় তারা সড়ক সংস্কারের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। বেহাল যোগাযোগের কারণে সিলেট থেকে অনেক গাড়িচালকই বিছানাকান্দির পথে যেতে চান না। অন্যদিকে অনেক পর্যটকই ইচ্ছা থাকা সত্ত্বেও এখন সেখানে যাওয়া থেকে বিরত থাকছেন। এতে করে নেতিবাচক প্রভাব পড়ছে বিছানাকান্দির পর্যটন বিকাশের সম্ভাবনায়। তবে শুধু বিছানাকান্দিই নয়, সিলেটের অন্যান্য পর্যটন স্পট— জাফলং, রাতারগুল, পাংথুমাই, ভোলাগঞ্জ যাওয়ার সড়কও বেহাল। দীর্ঘদিন ধরে সিলেট থেকে এসব পর্যটন স্পটে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারহীন থাকায় বর্তমানে সড়কের অনেক স্থানেই বড় বড় গর্ত তৈরি হয়ে মাছের খামারের রূপধারণ করেছে। আবার কোথাও সড়কের পিচ উঠে গিয়ে চাষের জমির মতো হয়ে আছে। যোগাযোগ ব্যবস্থার এই শোচনীয় অবস্থার কারণে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিলেটের পর্যটনের বিকাশ। বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে সিলেটের পর্যটনের তীর্থস্থান গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, বিছানাকান্দি, রাতারগুল বা জাফলংয়ে যেতে পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ভোগান্তি যেন নিত্যসঙ্গী হয়ে আছে। যোগাযোগ ব্যবস্থার শোচনীয়তার কারণে অনেক পর্যটকই এসব স্পটে আসতে চান না, আবার অনেকেই একবার এলে দ্বিতীয়বার এমুখী হন না।

সর্বশেষ খবর