মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

কড়া নিরাপত্তাবলয়ে চট্টগ্রাম বন্দর

এলাকাজুড়ে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার বিকালে নিরাপত্তা উপদেষ্টা কমিটির বৈঠকে বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. খালেদ ইকবাল সংবাদ কর্মীদের বলেন, পুরো বন্দরকে সিসি ক্যামেরার আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে বন্দরকে। আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বন্দরের সব ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ মোড়গুলো সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে।

বৈঠকে নৌবাহিনী, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ডের প্রতিনিধি, চট্টগ্রাম চেম্বার, বার্থ অপারেটর, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সর্বস্তরের বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। তবুও বন্দর ব্যবহারকারীদের বক্তব্য ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনার জন্যই সভাটি করা হয়েছে। এরকম সভা এখন থেকে নিয়মিতই হবে। বন্দরে নিরাপত্তা দফতর সূত্রে জানা গেছে, বন্দরের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে ২০০৭ সালে চট্টগ্রাম বন্দরে ১২৮টি সিসিটিভি ক্যামেরা, ১৬৪টি ফায়ার অ্যালার্ম এবং ৫০টি পাবলিক অ্যাড্রেস যন্ত্র স্থাপন করা হয়। বন্দরের মাত্র ৩০ শতাংশ সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। স্থাপিত সিসিটিভি ক্যামেরার অনেকগুলোই বর্তমানে অকার্যকর। বন্দরের ফায়ার অ্যালার্মটিও ঠিকভাবে কাজ করছে না। নষ্ট হয়ে গেছে অনেকগুলো পাবলিক অ্যাড্রেস যন্ত্রও।

সর্বশেষ খবর