মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

জামায়াতে ভারমুক্ত হচ্ছেন মকবুল

শফিকুল ইসলাম সোহাগ

ভারমুক্ত হচ্ছেন মকবুল আহমাদ। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী গ্রেফতার হওয়ার পর  ছয় বছরেরও বেশি সময় ধরে মকবুল আহমাদ ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করে চলেছেন। নানান মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থেকে দল পরিচালনা করছেন তিনি। গত ১৭ আগস্ট দিনভর কঠোর গোপনীয়তা রক্ষা করে ব্যালট পেপারের মাধ্যমে আমির নির্বাচন কার্যক্রম শুরু হয়। সারা দেশে একযোগে ৮৩টি সাংগঠনিক জেলায় প্রায় ৩৭ হাজার  রুকন এ ভোট কার্যক্রমে অংশ নেন। সূত্র জানায়, গৃহীত ভোটের ৯০ ভাগের বেশি ভোট পেয়েছেন সত্তরোর্ধ্ব মকবুল আহমাদ। ২০০৯ সালের শেষ দিকে টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসায় জামায়াতের সর্বশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনেই নিজামী আমির নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কেন্দ্রীয় মজলিসে শূরার এক সদস্য জানান, ইতিমধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৭ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করবে দলটির নির্বাচন পরিচালনা কমিটি। জামায়াতে ইসলামীর আমির পদে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন দলটির বর্তমান ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। নির্বাচত হলে ২০১৭-১৯ সেশনে নতুন আমিরের দায়িত্ব পাবেন তিনি। পাশাপাশি দলটি পাবে পূর্ণাঙ্গ কমিটি।

সূত্র জানায়, পরিস্থিতি প্রতিকূল হওয়ায় এবার রুকনদের ভোট গ্রহণ হয় ব্যবসা প্রতিষ্ঠানে, কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে, কোথাও নেতাদের বাসায়। এরই মধ্যে রাজধানীর বাড্ডা, সাতক্ষীরা, দিনাজপুরসহ কয়েকটি এলাকা থেকে ভোটগ্রহণ কার্যক্রমের সময় অনেককে গ্রেফতার হতে হয়েছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, তারা সংঘবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালনা করছিল। সূত্রমতে, গত কয়েকদিনে ভোট গ্রহণ শেষ ও ব্যালট পেপারের রেজাল্ট সংগ্রহ করা হয়েছে। এরপর নিয়ম অনুযায়ী শূরা অধিবেশনে আমির হিসেবে শপথ গ্রহণের কথা থাকলেও পরিবেশ প্রতিকূল বিবেচনায় এবার সম্ভাব্য সর্বোচ্চ শূরা সদস্যদের সামনে শপথ নেবেন আমির। প্রধান নির্বাচন পরিচালক এটিএম মাছুম আমিরকে শপথ পড়াবেন। সূত্র জানায়, শপথ নেওয়ার পর নির্বাচিত আমির নির্বাচনী শিডিউল প্রকাশ করবেন। প্রথমে কেন্দ্রীয় মজলিসে শূরা নির্বাচন হবে। প্রতি ২০০ রুকনে একজন করে কেন্দ্রীয় শূরা সদস্য নির্বাচিত হবেন। গঠনতন্ত্রের ১৮ ধারার ২ উপধারা অনুযায়ী কেন্দ্রীয় শূরার কার্যকাল তিন বছর। এরপর পর্যায়ক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় কর্মপরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, বিভাগীয় সেক্রেটারি নির্বাচন হবে। শূরা নির্বাচনের পাশাপাশি জেলা ও মহানগরী আমির নির্বাচনও সম্পন্ন হবে। জেলা ও মহানগরীর রুকনরা আমির নির্বাচনে ভোট দেবেন।

 

সর্বশেষ খবর