বুধবার, ৩১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে আরও দুই বাংলাদেশির জেল

প্রতিদিন ডেস্ক

জঙ্গি অর্থায়নে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত আরও দুই বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। আগে ওই দুজন নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করলেও গতকাল দোষ স্বীকার করে নেন। খবর এএফপির। দণ্ডপ্রাপ্তরা হলেন জামান দৌলত (৩৪) ও মামুন লিয়াকত আলী (২৯)। এর মধ্যে জামানকে দুই বছর ও মামুনকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির নতুন সন্ত্রাসবিরোধী আইনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশি দুজনকে সাজা দেওয়া হলো। এর আগে ১২ জুলাই একই অভিযোগে আরও চার বাংলাদেশি শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল একই আদালত। তারা হলেন মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেল (২৯)। তাদের মধ্যে দলনেতা মিজানুরকে ৬০ মাস, রুবেল ও জাবেদকে ৩০ মাস করে এবং সোহেলকে ২৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ খবর