শিরোনাম
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিশুখাদ্যে ভেজাল প্রতিষ্ঠান সিলগালা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকায় অভিযান চালিয়ে নকল ও ভেজাল শিশু খাদ্য তৈরির অভিযোগে এক প্রতিষ্ঠান সিলগালা করে এর মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল চকবাজারের ইসলামবাগে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

র‌্যাব-১০ জানায়, চকবাজারের ১৫/ক ইসলামবাগে ‘দুই ভাই ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই চানাচুর, চিপস ও সফট ড্রিংক পাউডার উৎপাদন করে বিক্রি করছিল। এসব শিশু খাদ্য উৎপাদনে ফুড গ্রেড রঙের পরিবর্তে কাপড়ের রং ব্যবহার করা হতো। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিতে রাখা হয়নি কোনো মান নিয়ন্ত্রণের ব্যবস্থা। প্রতিষ্ঠানটির শৌচাগারে রাখা হতো উৎপাদনের বিভিন্ন কাঁচামাল। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ড যেমন প্রাণ, স্পিড, টাইগার ইত্যাদির মোড়কে লাগিয়ে বাজারজাত করে সাধারণের সঙ্গে প্রতারণা করা হতো। এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক জামাল হোসেনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে আদালত। একই সঙ্গে প্রায় ৩০ লাখ টাকার ভেজাল পণ্য জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর