শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চল্লিশ ঘর পুড়ে ছাই

তিনজন দগ্ধ, সম্বল হারিয়ে দিশাহারা অনেকে

নিজস্ব প্রতিবেদক

চল্লিশ ঘর পুড়ে ছাই

পুরান ঢাকার ইসলামবাগে গতকাল আগুনে সব হারিয়ে নির্বাক এই নারী —বাংলাদেশ প্রতিদিন

পুরান ঢাকার লালবাগ কেল্লার মোড় এলাকার টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। পুড়ে গেছে অন্তত ৪০টি ঘর। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। অগ্নিদগ্ধরা হলেন—হুমায়ুন (১৭), আবদুল মজিদ (২৫) ও আবদুল বাতেন (২৭)। এদের মধ্যে বাতেনের অবস্থা গুরুতর। স্থানীয়রা জানান, যেখানে আগুন লাগে তার পাশের একটি চারতলা ভবনে পলিথিন কারখানায় তারা কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর তাড়াহুড়া করে বের হওয়ার সময় তারা দগ্ধ হন। বার্ন ইউনিটের চিকিৎসক উম্মে সালমা জানান, দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালি পুড়ে গেছে। হুমায়ুনের শরীরের ৫২ শতাংশ ও মজিদের ৪৬ শতাংশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের এই অগ্নিকাণ্ডে সেখানকার ৪০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল।

সর্বশেষ খবর