Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫০
বর্ণাঢ্য নৌকাবাইচ যমুনায়
সিরাজগঞ্জ প্রতিনিধি
বর্ণাঢ্য নৌকাবাইচ যমুনায়

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়ার কাছে যমুনায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মুকুন্দগাতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর উদ্যোগে ক্ষিদ্রমাটিয়া থেকে মেঘুল্লা পর্যন্ত এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুল লতিফ বিশ্বাস। নৌকাবাইচ দেখতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ-শিশু নদীতীরে ভিড় জমান। প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে তিনটি নৌকা বিজয়ী হয়। ঈদের পরের দিন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, সাবেক মেয়র আলহাজ মফিজ উদ্দিন খান লাল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা তপন কুমার মাস্টার ও শাজাহান আলী উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow