শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
এসি বিস্ফোরণ

নাতির পর দাদি পারুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার টিপু সুলতান রোডে এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পারুল আক্তার মারা গেছেন। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নাতি ফাহিমের মতোই চলে গেলেন না ফেরার দেশে। এর আগে ২৮ আগস্ট পারুল আক্তারের নাতি ফাহিম শিকদারও (১৪) বার্ন ইউনিটে মারা  যায়। পারুল পুরান ঢাকার অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ফয়সাল শিকদারের মা। ঢাকা মেডিকেল সূত্র জানায়, ২৭ আগস্ট টিপু সুলতান রোডের চারতলা বাড়ির তৃতীয় তলায় ফয়সাল শিকদারের ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ফয়সালের মা পারুল আক্তার ও তার ছেলে ফাহিম দগ্ধ হয়।

দগ্ধ হওয়ার পর পারুল আক্তারের শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানান।

সর্বশেষ খবর