শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শিল্পকলায় ‘প্রণয় যমুনা’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘প্রণয় যমুনা’

নাটকের দল সুবচন নাট্যসংসদ মঞ্চে এনেছে তাদের প্রযোজনার নতুন নাটক ‘প্রণয় যমুনা’। নাটকটিতে রাধাকৃষ্ণের প্রেমাখ্যান দেখানো হয়েছে। যার পুরোটা জুড়ে রয়েছে অভিসার বিরহ-মিলন, বৃন্দাবন আর যমুনা নদী। এটি ছিল সুবচন নাট্যসংসদের ৩৭তম প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন।

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাধাকৃষ্ণ’ উপন্যাস অবলম্বনে আসাদুল ইসলামের নাট্যরূপে নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুল হক রাসেল, সোনিয়া হাসান, আহাম্মেদ গিয়াস, মোহাম্মদ আনসার আলী, মেহেদী হাসান সোহাগ, হোসেন ইমরান, তানভীর দিপু, ইমতিয়াজ শাওন, শাহ সালাউদ্দিন, আলামিন, মারুফ, সবুজ, আরিফ, মহিউদ্দিন, জাকারিয়া, নাজু, লিঠু, সোমা, ফারজানা, অনন্যা, সোহান, মনোহর চন্দ্র দাস, যোয়া, আযিম, আর্য মেঘদূত প্রমুখ।

‘প্যাপিরাস’ শীর্ষক প্রদর্শনী : এগারো শিল্পীর চিত্রকর্ম নিয়ে রাজধানীর ধানমন্ডির গ্যালারি টুয়েন্টি ওয়ানে শুরু হয়েছে ‘প্যাপিরাস’ শীর্ষক আট দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে মিসরীয় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ জাকি। এতে অতিথি ছিলেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন অধ্যাপক মাহমুদুল হক, অধ্যাপক নাসরিন বেগম, অধ্যাপক রোকেয়া সুলতানা, রেজাউন নবী, আফরোজা জামিল কঙ্কা, সোহানা শাহরীন, শামীম সুব্রানা, মাহবুবুল ইসলাম বাবু, বিপাশা হায়াৎ, মাকসুদা ইকবাল নিপা, গোলাম ফারুক স্বপন। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবশ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর