রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

১১ নারী পেলেন অনন্যা সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

১১ নারী পেলেন অনন্যা সম্মাননা

গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১১ জন বিশিষ্ট নারীকে গতকাল অনন্যা সম্মাননা দেওয়া হয় —বাংলাদেশ প্রতিদিন

১০টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ১১ জন বিশিষ্ট নারীকে দেওয়া হলো অনন্যা শীর্ষদশ ২০১৫ সম্মাননা। গতকাল সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী এই নারীদের উত্তরীয়, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সম্মাননা তুলে দেন নারী আন্দোলনের তিন বিশিষ্ট নেত্রী মাহফুজা খাতুন, খুশী কবির এবং ডা. দীপুমণি। অনন্যা সম্পাদক তাসমিমা হোসেনের সঞ্চালনায় এবার সম্মননাপ্রাপ্ত নারীরা হলেন— লুভা নাহিদ চৌধুরী (সাংগঠনিক দক্ষতা), সোনিয়া বশির কবির (প্রযুক্তিপেশা), ওয়াসফিয়া নাজরীন (পর্বতারোহণ), মালিহা এম কাদির (উদ্যোক্তা), অণিমা মুক্তি গোমেজ (সংগীত), সুপ্রীতি ধর (সাংবাদিকতা), মাবিয়া আক্তার ও মাহফুজা খাতুন (খেলাধুলা), অপর্ণা ঘোষ (চলচ্চিত্র), উম্মে তানজিলা চৌধুরী মুনিয়া (শিক্ষা) এবং সাহিদা আক্তার স্বর্ণা (সমাজকর্ম)। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া নারীদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সঙ্গে ছিল সাধনা নিবেদিত নৃত্যানুষ্ঠান এবং ভাবনগর পরিবেশিত চর্যাপদের গান। উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেওয়া হচ্ছে। গত ২২ বছরে ২২০ জন কৃতী নারী পেয়েছেন এই সম্মাননা।

সর্বশেষ খবর