মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম চিড়িয়াখানায় নোভা-বাদশার বিয়ে!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম চিড়িয়াখানায় নোভা-বাদশার বিয়ে!

একাকিত্ব কাটছে সিংহী ‘নোভা’র। রংপুর থেকে এসেছে সিংহ ‘বাদশা’। বাদশাকে (১৫) বহনকারী ট্রাকটি গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে। এখন অপেক্ষা নোভা-বাদশার বিয়ের। চট্টগ্রাম চিড়িয়াখানার একমাত্র এই সিংহীর বিয়ের দিনক্ষণ ঠিক করবেন জেলা প্রশাসক।

চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘নোভার ভবিষ্যৎ বর বাদশা চিড়িয়াখানায় পৌঁছেছে। আজ রাতেই জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে। তবে এখনই নোভা-বাদশাকে একসঙ্গে রাখা হবে না। অন্তত ১০ থেকে ১৫ দিন পাশাপাশি রাখা হবে। তারপর বিয়ে দেব।’ চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মনজুর মোরশেদ বলেন, ‘সংবাদপত্রের মাধ্যমে রংপুর চিড়িয়াখানায় দুটি পুরুষ সিংহ থাকার খবর পাই। চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী বর্ষাকে রংপুরে দিয়ে সেখান থেকে বাদশা নামের সিংহকে চট্টগ্রামে আনা হয়। ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে রংপুরে সিংহী বর্ষাকে নেওয়া হয়েছে।’ জানা যায়, ২০০৪ সালের ১৬ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয় সিংহী নোভা ও বর্ষা। জন্মের আগে মারা যায় বাবা ‘রাজ’। জন্মের পর হারায় মা ‘লক্ষ্মী’কে। দীর্ঘ এক যুগ ধরে তারা ছিল মাতা-পিতাহীন।

সর্বশেষ খবর