শিরোনাম
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাহমুদুর রহমানের জামিন, মুক্তিতে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা ও হত্যা ষড়যন্ত্র মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিনের আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। জামিনের প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন তানভীর আহমেদ আল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি  জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। আদেশের  পর তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, রুল চূড়ান্ত করে হাইকোর্ট মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে। এর ফলে সব মামলাতেই মাহমুদুর রহমান জামিন পেলেন। এখন তার কারামুক্তিতে আর আইনগত বাধা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় সম্প্রতি মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। এ ছাড়াও বিভিন্ন আইনে তার বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর