শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫৩ শিক্ষার্থী অনুপস্থিত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গ্রহণযোগ্য কারণ ব্যতীত ১০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধকল্পে শিক্ষা মন্ত্রণালয়ের   নির্দেশের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ তালিকা প্রকাশ করল। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, পাঁচটি বিভাগের মোট ৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত আছেন। তাদের মধ্যে রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের ১৮ জন, মার্কেটিং বিভাগের পাঁচজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৩ জন, ব্যবস্থাপনা বিভাগের ১১ জন ও ফোকলোর স্টাডিজ বিভাগের ছয়জন রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের মধ্যে ১৫টি বিভাগের কোনো শিক্ষার্থী গ্রহণযোগ্য কারণ ব্যতীত অনুপস্থিত নেই বলে এসব বিভাগের সভাপতিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করেছে। যেসব বিভাগের শিক্ষার্থীরা অনুপস্থিত নেই সে বিভাগগুলো হলো— আল  কোরআন, দাওয়াহ, আল হাদিস, অর্থনীতি, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইংরেজি, আইন, আল ফিকহ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফলিত পদার্থ বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিভাগ। তবে বাংলা ও লোক প্রশাসন বিভাগ থেকে এখনো এ বিষয়ে কোনো তালিকা দেওয়া হয়নি। এদিকে, বায়োটেকনোলজি অ্যান্ড  জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও পরিসংখ্যান বিভাগের তালিকা প্রকাশের কাজ প্রক্রিয়াধীন বলে বিভাগের সভাপতিরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ জানান, প্রাথমিকভাবে অনুপস্থিত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েসসাইটে প্রকাশিত নামের ব্যাপারে কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে তারা ঈদের ছুটির পর লিখিতভাবে জানাতে পারবে। তবে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন পাওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সর্বশেষ খবর