রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
রিকশাচালককে গুলি

সেই যুবলীগ নেতার জামিন

আদালত প্রতিবেদক

রাজধানীর বনানীতে রিকশাচালককে গুলি করার মামলার আসামি যুবলীগ নেতা ইউসুফ সরদার সোহেলকে জামিন দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন। এর আগে আসামি সোহেলকে শুক্রবার গ্রেফতারের পর গতকাল আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন বনানী থানার এসআই রিপন কুমার।

রিমান্ড আবেদনে বলা হয়, রিকশাচালককে গুলি করার আসল রহস্য, আসামির নাম-ঠিকানা-পরিচয় আরও নিশ্চিত হওয়ার জন্য তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন সোহেলের আইনজীবী। এ ছাড়া মামলার বাদী রিকশাচালক কবির আদালতে দাঁড়িয়ে বলেন, আসামির জামিনের ক্ষেত্রে তার কোনো আপত্তি নেই। উভয়পক্ষের শুনানি শেষে রিকশাচালকের অনাপত্তিতে হাকিম পাঁচ হাজার টাকা মুচলেকায় আসামিকে জামিন দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান থেকে সোহেল ও তার এক সহযোগী রিকশা নিয়ে বনানীর ২ নম্বর রোডের মাথায় (আমতলী মোড়) আসেন। তারা ভাড়া না দিয়ে রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করে। এ সময় চালক ভাড়া চাইলে তারা প্রথমে তাকে চড়-থাপ্পড় মারে। পরে চালকের পায়ে গুলি করে চলে যায়। আহত রিকশাচালককে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পুলিশ সূত্র জানায়, ঘটনার পর সোহেল একে ছিনতাইয়ের ঘটনা সাজানোর চেষ্টা চালিয়েছিলেন। ওই রাতেই সোহেল বনানী থানায় এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে আত্মরক্ষার্থে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে ছিনতাইকারীকে গুলি করেছেন জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। ওই ঘটনায় রিকশাচালক কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।

সর্বশেষ খবর