Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭

ঢাকা, রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৪
মাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা ছেলের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক ছেলে তার মাকে জবাই করেছে। এরপর ছেলেও আত্মহত্যার চেষ্টা করেছে।

গতকাল দুপুরে নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গায় এ ঘটনা ঘটে।

জবাই হওয়া মায়ের নাম কুমকুম চৌধুরী আর ছেলের নাম সুমিত চৌধুরী বিভু। তারা পূর্ব গোসাইলডাঙ্গার অ্যাডভোকেট সুখময় চৌধুরীর স্ত্রী-সন্তান। এ বিষয়ে বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, নিহত কুমকুম চৌধুরী দীর্ঘদিন করে অসুস্থ ছিলেন। হাসপাতালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভু জানিয়েছে, মনঃকষ্টের কারণে সে মাকে কুপিয়ে হত্যা করেছে। এদিকে স্থানীয়রা জানান, দুপুরে দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা  করে বিভু। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা চালায়। পুলিশ জানায়, ছেলে বিভু এবারের এইচএসসি পরীক্ষায় খারাপ ফল করে। এ নিয়ে বড় ভাই সোমনাথ ও মা তাকে বকাঝকা করলে ক্ষুব্ধ হয়ে সে মাকে জবাই করে।

up-arrow