Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৪
রিজার্ভ চুরি
সাইবার নিরাপত্তায় ব্যাংকগুলোতে টাস্কফোর্স গঠন
নিজস্ব প্রতিবেদক

হ্যাকিং বা সাইবার হামলায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর নড়েচড়ে বসেছে বিশ্বের বড় বড় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। তারই অংশ হিসেবে এবার সাইবার নিরাপত্তা বাড়াতে বিশ্বের বড় বড় ব্যাংকগুলোতে আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক রক্ষায় বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর একটি আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়।

জানা গেছে, বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনার পর বিশ্বের প্রধান প্রধান কেন্দ্রীয় ব্যাংকের মাননিয়ন্ত্রক সংস্থা সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত       ‘দ্য কমিটি অব সেন্ট্রাল ব্যাংকস’ একটি টাস্কফোর্স গঠন করে। এই কমিটি ‘ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস’-এর (বিআইএস) অংশ। গঠিত টাস্কফোর্স ব্যাংক প্রতারণা থেকে রক্ষার জন্য সদস্য ব্যাংকগুলোর মধ্যে তথ্য সংগ্রহ করছে। মূলত আন্তঃব্যাংক অর্থ লেনদেনে একটি বৈশ্বিক মান গড়ে তোলার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর মাধ্যমে একটি নতুন নির্দেশনা মানা হবে। যেখানে অর্থ লেনদেনে ব্যাংকগুলোর দায়বদ্ধতা এবং সুইফট সিস্টেম ব্যবহার করে আন্তর্জাতিক ব্যাংক লেনদেনের বিষয়েও বিস্তারিত নির্দেশনা থাকবে। হ্যাকিং প্রতিরোধ করতে যদি কোনো কেন্দ্রীয় ব্যাংক ব্যর্থও হয়, এ ক্ষেত্রে অন্য ব্যাংকগুলোর ভূমিকা কী হবে, সে বিষয়েও নির্দেশনা থাকবে। এই টাস্কফোর্স গঠনে নেতৃস্থানীয় ভূমিকায় রয়েছে বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী ব্যবস্থা সুইফট, নিউইয়র্ক ফেডও এই টাস্কফোর্স গঠনে অংশ নিয়েছে। এ ছাড়া ২৫টি শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ব্যাংক এ টাস্কফোর্সের সঙ্গে আছে।

এই পাতার আরো খবর
up-arrow