Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫৫
অষ্টম কলাম
শিক্ষকের মাথা ফাটাল বখাটেরা
ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ইট দিয়ে আঘাত করে শিক্ষকের মাথা ফাটিয়ে দিয়েছে এক বখাটে। ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় গতকাল স্থানীয় বালিপাড়া আলিম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত শিক্ষক আবদুল খালেককে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বালিপাড়া ইউনিয়নের আবদুল লতিফের ছেলে আবুল হাসান মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করলে এর প্রতিবাদ করেন শিক্ষক আবদুল খালেক। এতে ক্ষিপ্ত হয়ে হাসান গতকাল বেলা ১১টার দিকে মাদ্রাসার সামনে ওই শিক্ষকের ওপর হামলা চালায়। এ সময় ইট দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এরপর শিক্ষকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। খবর পেয়ে  অধ্যক্ষ ও অন্য শিক্ষকরা আবদুল খালেককে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। জিয়ানগর থানার ওসি মিজানুল হক জানান, এক যুবক শিক্ষক আবদুল খালেককে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়েছে বলে শুনেছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

এই পাতার আরো খবর
up-arrow