সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অভিবাসী নিয়ে হিলারির সমালোচনায় ট্রাম্প

মার্কিন নির্বাচন

প্রতিদিন ডেস্ক

অভিবাসী নিয়ে হিলারির সমালোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসী বিষয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করে বলেছেন, হিলারি ক্লিনটনের অভিবাসন নীতি অতিমাত্রায় শিথিল। শনিবার টেক্সাসে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন। মার্কিন নির্বাচনের আর মাত্র সাত সপ্তাহের একটু বেশি সময় বাকি আছে। এর মধ্যে বিভিন্ন জনমত জরিপে আগামী নির্বাচনে ট্রাম্প ও হিলারির মধ্যে জোর লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার বক্তৃতাকালে হিলারিকে কঠিন ভাষায় আক্রমণ করে যাচ্ছিলেন ট্রাম্প। তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী হিলারি কার্যত সীমান্ত কড়াকড়ি বাতিল করবেন এবং দেশকে ‘গুরুতর ঝুঁকি’র মধ্যে ফেলবে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল বিষয়বস্তু হচ্ছে অভিবাসন ইস্যু। ট্রাম্প গত গ্রীষ্মে বলেছিলেন, মেক্সিকোর বেশির ভাগ অভিবাসী মাদক পাচারকারী ও ধর্ষক। আর তিনি শনিবার স্পষ্ট করেন, তার বক্তব্য বেশির ভাগ হিস্পানিক  ভোটারদের পীড়া দিলেও এ ব্যাপারে আক্রমণাত্মক বক্তব্য রাখা বাদ দেবেন না। ট্রাম্প নিশ্চিত করে বলেন, হিলারি নির্বাহী আদেশে সাধারণ ক্ষমা করে দেবেন, সংবিধান লঙ্ঘন করবেন এবং দেশকে কঠিন দুরবস্থার দিকে ঠেলে দেবেন। ট্রাম্প আরও বলেন, ‘অনিবন্ধিতদের হাতে প্রতিদিন আমেরিকার মানুষ প্রাণ হারাচ্ছে। প্রতিদিন আমাদের সীমান্ত খুলে রাখা হচ্ছে। আর নিরাপরাধ আমেরিকাবাসী অপ্রয়োজনে হামলার শিকার হচ্ছে ও মারা পড়ছে।’ ট্রাম্প বলেন, ‘প্রতিদিন আমরা আমাদের আইন প্রয়োগে ব্যর্থ হচ্ছি। বাবা-মা তাদের সন্তান হারানোর ঝুঁকিতে থাকছে।’ তিনি বারবার অভিযোগ করে বলেন, হিলারি প্রথম ১০০ দিনের মধ্যে সাধারণ ক্ষমা চালু করবেন। এএফপি।

সর্বশেষ খবর