মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি নাজমুল হুদার

নিজস্ব প্রতিবেদক

বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি জানিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনএ চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি বলেছেন, কোনো জাতি ভাষার জন্য প্রাণ দেয়নি। সেদিক দিয়ে বাংলা জাতিসংঘের দাফতরিক ভাষা হওয়ার দাবি রাখে। একদিকে চক্রান্ত আর উদ্যোগের অভাবে এতদিন দেরি হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেবেন এবং জাতিসংঘের কাছে বাংলাকে দাফতরিক ভাষা করার দাবি জানাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকটি সংগঠনের মানববন্ধনে তিনি এ দাবি জানান। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ, জাগো বাঙালি, গণ-আজাদী শিল্পী গোষ্ঠী, বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, বিশ্ব বাঙালি সম্মেলন, জাগো বাংলা সংস্কৃতি কেন্দ্র এ মানববন্ধনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বিশ্বনেতার কথা অমান্য করে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন। বঙ্গবন্ধু বলেছেন, বাংলায় না হলে আমি বক্তব্য দেব না। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ২১ বছর ধরে যদি সেই ধারা অব্যাহত থাকত তাহলে বাংলা অনেক আগেই জাতিসংঘের দাফতরিক ভাষার স্বীকৃতি পেত। আগামীকাল ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেবেন এবং জাতিসংঘের কাছে বাংলাকে দাফতরিক ভাষা করার দাবি জানাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ খবর