মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় গেল আরও ১৪ প্রাণ

প্রতিদিন ডেস্ক

লাগাতার সড়ক দুর্ঘটনার জের ধরে গতকালও বিভিন্ন স্থানে ১৪ জনের প্রাণ ঝরেছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী ও পথচারী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় সামছু ফিলিং স্টেশনের সামনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। গতকাল দুুপুর ১টার দিকে যাত্রীবাহী গাংচিল ও প্রচেষ্টা নামে দুটি        বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন

মহিলা রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গাড়ি চালানোর কারণে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে। বগুড়া : বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী কোচের সংঘর্ষে দুজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সঙ্গে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লোহাজাত দ্রব্যবাহী কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ২৫ জন আহত হন। আহতদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ৮টার দিকে রওশন আরা (২৭) নামে একজন মারা যান। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার এজাজুল হকের স্ত্রী ও আনছার আলীর কন্যা। ঘটনাস্থলে নিহত অপরজন হলেন রংপুর সদরের পীরপুর গ্রামের শমসের আলীর কন্যা মোহনা খাতুন (১৫)। মাগুরা : মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালীতে গতকাল সকালে পিকআপভ্যানের ধাক্কায় কুদ্দুস (৬০) ও ইব্রাহিম (৩৫) নামে দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। সদর থানার এসআই রিয়াদুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে ঢাকা থেকে ঝিনাইদহমুখী একটি পিকআপভ্যান দুই সাইকেল আরোহীকে চাপা দেয়। তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনই মারা গেছেন বলে জানান। এদের মধ্যে কুদ্দুসের বাড়ি পারনান্দুয়ালী গ্রামে। তিনি পল্লীবিদ্যুৎ অফিসের সামনের চায়ের দোকানদার ও ইব্রাহিম পল্লীবিদ্যুৎ অফিসের ম্যাসেঞ্জার। ঘটনার পর পিকআপভ্যানসহ চালক পালিয়ে গেছে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা থেকে জীবননগরগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নৈশপ্রহরী আমিন মণ্ডল (৪৫) মারা গেছেন। রাত ২টায় চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন মণ্ডল দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, আমিন মণ্ডল রাতে আকন্দবাড়িয়া বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। তিনি রাস্তা পার হতে গেলে দ্রুতগামী ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছে। কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকচাপায় মোটরশ্রমিক নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য সুরুজ্জামান সুজা (৪২)  নিহত হয়েছেন। পুলিশ জানায়, গতকাল সকালে ভুরুঙ্গামারী থেকে রংপুরগামী একটি ট্রাক (রংপুর ট-১১-০২৩৬) জয়মনিরহাট বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ সদস্য ও মোটরশ্রমিক নেতা সুরুজ্জামান সুজাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সুজা উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুল হকের পুত্র। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। চট্টগ্রাম : চট্টগ্রামে লরি চাপায় অজ্ঞাতনামা এক ভ্যানচালক নিহত হয়েছেন। রাতের আকবর শাহ থানার কর্নেলহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওসি সুদীপ কুমার দাশ বলেন, দ্রুতগতির লরি ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরচাপায় রিপন মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন। উপজেলার তিনলাখপীর-বিটঘর সড়কের শ্যামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় আরিফুর রহমান (৪২) নামে এক হোমিওপ্যাথ চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রাতে ফকিরহাট উপজেলার বাগেরহাট-ঢাকা মহাসড়কের খান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আরিফুর রহমান বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামের রইজউদ্দিনের ছেলে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরাজী জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে। নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় গতকাল দুপুর ১টার দিকে আফাজিয়া বাজার সংলগ্ন প্রধান সড়কে হৃদয়-৩ নামে এক মিনিবাসের ধাক্কায় আহত হয়ে শিশু মো. সৈকত (৬) মারা গেছে। শিশুটিকে ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সৈকত চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। সে স্থানীয়  মাদ্রাসায় পড়ত।

সর্বশেষ খবর