বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে এক বাংলাদেশি গরুর রাখাল হজরত আলীকে (৩৫) গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত হজরত আলী উপজেলার দহগ্রাম ইউনিয়নের বালাডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, গতকাল ভোরে একদল গরুর রাখাল দহগ্রাম সীমান্তের ১১ নং মেইন পিলারের কাছে গরু আনতে গেলে ভারতীয় ওমরবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই হজরত আলী নিহত হয়। পরে তার লাশ টেনে-হেঁচড়ে নিয়ে যায় তারা। দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হজরত আলী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে পত্র দেওয়া হলেও বিএসএফ’র পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

সর্বশেষ খবর