বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

শাহজালালে আবারও নিষিদ্ধ ড্রোন আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-নিষিদ্ধ অত্যাধুনিক একটি ড্রোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার রাতে দুবাইর শারজা ফেরত যাত্রী জাহিদুল ইসলামের ব্যাগ থেকে প্রায় ১৪ কেজি ওজনের ওই ড্রোন জব্দ করা হয়েছে। গতকাল বিষয়টি জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, মঙ্গলবার রাত ১০টায় শারজা থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন জাহিদুল ইসলাম। পরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তার লাগেজে তল্লাশি চালিয়ে ‘ডিজেআই ফ্যান্টম-ফোর’ মডেলের একটি অত্যাধুনিক ড্রোন উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, ভিডিও শুটিংয়ের পাশাপাশি গোয়েন্দাগিরিতেও এ ধরনের ড্রোন ব্যবহার করা হয়। এতে রয়েছে উন্নতমানের ক্যামেরা বসানোর অপশন ও সেন্সর। রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি পরিচালনা করা সম্ভব। জিজ্ঞাসাবাদে ড্রোনটি নিজের নয় বলে জানিয়েছেন জাহিদুল। জাহিদুল জানান, দুবাই থেকে তার এক বন্ধু ঢাকায় কোনো এক ব্যক্তির কাছে এসব পৌঁছে দেওয়ার জন্য দিয়েছেন। এর আগেও গত ২৭ জুলাই শুল্ক গোয়েন্দারা শাহজালালের ফ্রেইট ইউনিটে আরেকটি ড্রোন আটক করেছিলেন।

সর্বশেষ খবর