বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

মিথ্যা মামলা করায় বাবা-মেয়ে কারাগারে

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মিথ্যা মামলা দায়ের করায় বাবা ও মেয়েকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক আবুল বাশার মুন্সীর আদেশে মামলার বাদী কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের নাজমুল শেখ (৫০) ও তার মেয়ে সামিরাকে (২৫) কারাগারে পাঠানো হয়। সামিরার শ্বশুরবাড়ি কালিয়া পাটেশ্বরী গ্রামে। স্বামী ওমানে আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আদালত সূত্র ও মামলার বিবরণে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের নাজমুল শেখ তার মেয়ে সামিরাকে পাচারের অভিযোগ এনে গত ২৪ জুলাই মানব পাচার দমন আইনে আদালতে মামলা করেন। মামলায় শরীয়তপুর জেলার জাজিরা এলাকার শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। গত ৫ জুলাই কালিয়া বাজার এলাকা থেকে সামিরাকে পাচার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা করা হয়। আদালত কালিয়া থানা পুলিশকে এ মামলার তদন্তের নির্দেশ দেয়। পরবর্তীতে গত মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা কালিয়া থানার এসআই আবদুল করিম আদালতে প্রতিবেদন দাখিল করেন। তিনি জানান, ঘটনার দিন বাবার সঙ্গে রাগ করে সামিরা তার ভাইয়ের শ্বশুরবাড়ি শরীয়তপুরে যান। পরবর্তীতে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে সামিরাকে উদ্ধার করা হয়। হয়রানির উদ্দেশে তার ভাইয়ের শ্বশুরবাড়ি এলাকার শাহ আলমসহ আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়।

সর্বশেষ খবর