শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিলুপ্ত ছিটমহলবাসী ভোটার হয়েই স্মার্টকার্ড পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

ভোটার হয়েই উন্নতমানের জাতীয় পরিচয়পত্র ‘স্মার্টকার্ড’ হাতে পাচ্ছেন বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার বাসিন্দারা। রাজধানীর নাগরিকদের সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হবে ‘স্মার্টকার্ড’। ছিটমহল বিনিময়ের এক বছরের মাথায় ভোটার তালিকাভুক্ত হয়েই তারা পেতে যাচ্ছেন স্মার্টকার্ড। এছাড়া আগামী বছরের ডিসেম্বরের মধ্যে ভোটারদের হাতে এ স্মার্টকার্ড পৌঁছে দেওয়ার কথা রয়েছে। এ কাজের শুরুতে বিতরণ নিয়ে জটিলতা এড়াতে ‘পাইলট প্রকল্প’ হিসেবে ঢাকা ও দাশিয়ারছড়ায় কয়েকটি ওয়ার্ডে হাত দেওয়া হচ্ছে।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম জানান, আগামী ২ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ঢাকা ও রাজধানীর বাইরে একটি প্রত্যন্ত এলাকায় বিতরণ শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার কুড়িগ্রামের দাশিয়ারছড়ায় বিতরণ কাজ উদ্বোধন করবেন। রাজধানীর অন্তত দুটি ওয়ার্ডে ও কুড়িগ্রামের দাশিয়ারছড়ায় (বিলুপ্ত ছিটমহল) স্মার্টকার্ড বিতরণ শুরুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষামূলকভাবে এসব এলাকায় বিতরণ শুরু করে লব্ধ অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলেন তিনি। স্মার্টকার্ড বিতরণের সময় দশ আঙ্গুল ও আইরিশের ( চোখের কনীণিকা) ছাপ সংগ্রহ করা হবে। ইসি সচিব বলেন, স্মার্টকার্ড বিতরণ বিশাল কর্মযজ্ঞ। আমরা এখনো ব্যাপক প্রচারণায় যাইনি;  কারণ কী কী ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে তা জেনেই বড় স্কেলে কাজটি শুরু করব। বিতরণ করতে গিয়ে অসুবিধাগুলো কী হয় এবং কত সময় লাগতে পারে; পাশাপাশি আনুষাঙ্গিক অভিজ্ঞতা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেব। রাজধানীতে প্রথম ধাপে দুটি ওয়ার্ডে বিতরণ শুরুর পরিকল্পনা থাকলেও এখন  কোথায় তা করা হবে চূড়ান্ত করা হয়। ৩ অক্টোবর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির একটি করে ওয়ার্ডকে বেছে নেওয়া হবে। গুলশান, ধানমন্ডি বা বনানী এলাকায় তা শুরু হতে পারে। এরপরই মহানগরীর অন্য ওয়ার্ডে বিতরণের সূচি জানিয়ে দেওয়া হবে। কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলের দাশিয়ারছড়ায় বিতরণের পরই ফুলবাড়ী উপজেলার সব নাগরিকের হাতে স্মার্টকার্ড দেওয়া হবে বলে জানান সচিব। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ৩ অক্টোবর কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। সিইসি, অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবের আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। দাশিয়ারছড়ায়  ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হবে ওইদিন। বিলুপ্ত ছিটবাসী ভোটার হয়েই স্মার্টকার্ড পাচ্ছেন। প্রথমবারের মতো তাদেও ভোটার করা হয়েছে, প্রথম সুযোগেই তারা পাবেন স্মার্টকার্ড বলেন তিনি। সাড়ে দশ হাজার নাগরিককে ভোটার করে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর