Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৫
ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দেশে ফিরবেন ৩০ সেপ্টেম্বর
শাবান মাহমুদ, নিউইয়র্ক থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে পাঁচ দিনের ব্যস্ত সফর শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কপথে ওয়াশিংটন পৌঁছেছেন। এটা তার ব্যক্তিগত সফর। পুত্র-কন্যা, নাতি-নাতনিদের সান্নিধ্যে কটা দিন অতিবাহিত করার অভিপ্রায়ে প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসিসংলগ্ন ভার্জিনিয়ায় পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। পরিবর্তিত সময় অনুযায়ী ৩০ সেপ্টেম্বর তিনি ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর ফেরা পেছানোয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ‘গণসংবর্ধনার’ তারিখও পিছিয়েছে বলে জানা গেছে। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল।

ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন অফিসে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তার সফর      সম্পর্কে অবহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়। পরে তিনি ভয়েস অব আমেরিকাকে সাক্ষাৎকার দেন। ১৪ সেপ্টেম্বর কানাডা ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডায় কর্মসূচি শেষ করে ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান তিনি। ১৯ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে যোগ দেন। ২০ সেপ্টেম্বর আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত উদ্বাস্তুবিষয়ক এক সেমিনারে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সন্ধ্যা ও রাতে গ্র্যান্ড হায়াতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সর্বজনীন সংবর্ধনা সভায় যোগ দেন।

এই পাতার আরো খবর
up-arrow