শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ওয়ার্ডবয়ের ইনজেকশন, মারা গেল রোগী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ার্ডবয়ের  ইনজেকশন পুশে বিপ্লব মণ্ডল (১৯) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।               এ ঘটনায় ওয়ার্ডবয় সুমনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে রোগীর স্বজনরা। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে ওয়ার্ডে কোনো চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি। মৃত বিপ্লবের বাবা বিনোদ মণ্ডল বলেন, রবিবার কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় বিপ্লব। এরপর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকরা আমাদের কাল (শনিবার) সকালে চলে যাওয়ার জন্য রিলিজ দিয়েছে। আজ (শুক্রবার) বিকালে ওয়ার্ডের স্পেশাল বয় সুমন এসে বলে আপনারা তো চলে যাবেন কাল। একটি ইনজেকশন দিতে হবে। ইনজেকশন দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই বিপ্লবের মৃত্যু হয়। আমার ছেলেকে ওই ওয়ার্ড বয় মেরে ফেলেছে। তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ওয়ার্ড বয়ের বিচার চাই। হাসপাতালের উপ-পরিচালক ডা. খাজা আবদুল গফুর বলেন, ইনজেকশন দেওয়ার ওয়ার্ড বয়ের এখতিয়ার নেই। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর