সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে তাহারুল (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

গতকাল ভোরে ছাট কড়াইবাড়ী সীমান্তে ১০৫৫ আন্তর্জাতিক সীমানা পিলারের সন্নিকটে গরু আনতে যায় তাহারুল। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় তাহারুল। নিহত গরু ব্যবসায়ী তাহারুল ছাট কড়াইবাড়ী গ্রামের বক্তার হোসেনের ছেলে বলে জানা গেছে। এ ঘটনার একদিন আগে শুক্রবার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে আর এক গরু ব্যবসায়ী দুখু মিয়া বিএসএফ’র গুলিতে নিহত হয়। ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. রফিকুল হাসান বলেন, এ ঘটনায় বিএসএফ’র নিকট তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর