সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

খুনি নূর চৌধুরীকে ফেরানোর উপায় আছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরাতে সে দেশের আইনকেই বাধা হিসেবে উল্লেখ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তবে কানাডার আইনে বাধা থাকলেও তাকে দেশে ফিরিয়ে আনার উপায় এখনো রয়েছে বলে মন্ত্রী মনে করেন। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, কানাডায় একটা আইন আছে, যে দেশে মৃত্যুদণ্ড বহাল আছে এবং কোনো আসামির মৃত্যুদণ্ড হতে পারে, সেই আসামি যদি কানাডায় থাকে, তবে তাকে ফেরত পাঠানো হবে না— আমাদের বাধা এখানে। তিনি বলেন, সেক্ষেত্রে আলাপ-আলোচনা হচ্ছে, আইনের এই পর্যায়ে কীভাবে ফেরত পাঠাতে পারবে। কীভাবে এই বিধানটাকে রক্ষা করে তাকে ফিরিয়ে আনা যায়। আইনে স্পষ্ট বাধার পরও কীভাবে ফেরত আনা সম্ভব তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটা হওয়ার নিশ্চয়ই কারণ আছে। আমার জানা থাকলেও সব ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব নয়। উপায় আছে বলেই আলাপ-আলোচনা হচ্ছে। উপায় না থাকলে আলাপ-আলোচনা হতো না। বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা জজ ও দায়রা জজ এবং সমমর্যাদার কর্মকর্তাদের দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর