সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
সেনা সার্জেন্ট অপহরণ

রাঙামাটিতে চেয়ারম্যানসহ ৪ জন রিমান্ডে

রাঙামাটি প্রতিনিধি

অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট অপহরণ মামলায় বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যানসহ চার আসামিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরা হলেন- বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা সভাপতি বড়ঋষি চাকমা (৩৭), জেএসএস নেতা প্রভাত কুমার চাকমা (৩৩), ত্রিদিব চাকমা (৫০) ও অজয় চাকমা (৩৫)। গতকাল সকালে রাঙামাটির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালত তাদের       চার দিন করে রিমান্ড মঞ্জুর করে। জানা যায়, গতকাল সকালে সেনা সার্জেন্ট মুকুল কান্তি চাকমা অপহরণ মামলায় আটক আসামিদের পুলিশ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লারমা গ্রুপের তিন নেতাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ আসামিদের নিয়ে যাওয়ার সময় সংবাদকর্মীরা ছবি তুলতে চাইলে বড়ঋষি চাকমা সাংবাদিকদের গালিগালাজ করেন।

উল্লেখ্য, রাঙামাটি উপজেলা পরিষদ নির্বাচনে সৃষ্ট বিরোধকে ঘিরে ৩১ মে উপজেলার মারিশ্যার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মুকুল কান্তি চাকমাকে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। ৪ জুলাই এ ঘটনায় অপহূত মুকুল চাকমার মেয়ে নমিসা চাকমা বাদী হয়ে উপজেলা চেয়ারম্যানসহ জনসংহতি সমিতির ৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে বাঘাইছড়ি থানায় অপহরণ মামলা করেন। দীর্ঘ আড়াই মাস পর ২০ সেপ্টেম্বর প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান বড়ঋষি চাকমা, জেএসএস নেতা প্রভাত কুমার চাকমা, ত্রিদিব চাকমা ও অজয় চাকমা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর