শিরোনাম
সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রেম মানেনি কাঁটাতারের বেড়া

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রেমের টানে কাঁটাতারের সীমান্ত অগ্রাহ্য করে ভারতের দিল্লি থেকে বাংলাদেশের যশোরে ছুটে এসেছেন প্রেমিক আহম্মেদ রেজা। অবশ্য এতে বাধ সেধেছে পুলিশ। তারা তাকে আটক করে হাজতখানায় ঢুকিয়েছে।

জানা গেছে, সর্বপ্রথম ফেইসবুকে পরিচয় হয় তাদের। সেই পরিচয় থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। আর সেই  প্রেমের টানে শেষ পরিণতি এখন জেল হাজত। ভারতের এ যুবক প্রেমে পড়েছিলেন বাংলাদেশের এক বিবাহিত রমণীর। কোতোয়ালি থানার এসআই জিয়ারত হোসেন জানিয়েছেন, শনিবার দুপুরে শহরের মিস্ত্রিখানা রোডের আরএস আবাসিক হোটেল থেকে বান্ধবীসহ আহম্মেদ রেজাকে আটক করা হয়। তার বয়স তিরিশের কাছাকাছি। আহম্মেদ রেজা দিল্লির ডালকাবাদ এক্সটার্নাল এলাকার বাসিন্দা। আর ২৮ বছর বয়সী বান্ধবী যশোর শহরের এক গৃহবধূ। ওই বান্ধবী জানান, আহম্মেদ রেজার সঙ্গে তার ফেইসবুকের মাধ্যমে পরিচয়। বছর দেড়েক আগে তাদের প্রথম কথা হয়। পরে বন্ধুত্ব। রেজা শুক্রবার সন্ধ্যার দিকে বোনাপোল স্থলবন্দর দিয়ে যশোর আসেন। পরে আরএস হোটেলে উঠেন। শনিবার দুপুরে তিনি রেজার সঙ্গে সাক্ষাৎ করতে হোটেলে যান। এ সময় তাদের আটক করা হয়। রেজা বাংলা বা ইংরেজি জানেন না। ওই নারীর মাধ্যমে তিনি হিন্দিতে জানান, তিনি দিল্লির একটি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করেন। তার বান্ধবী টেলিভিশনে সিরিয়াল দেখে দেখে হিন্দি শিখেছেন। থানা সূত্র জানিয়েছে, দিল্লির তরুণ আহম্মেদ রেজাকে ভারতে ফেরত পাঠাতে ঢাকার ভারতীয়  দূতাবাসের  সঙ্গে   যোগাযোগের চেষ্টা চালাচ্ছে যশোর কোতোয়ালি থানার পুলিশ। আর আটক তরুণীকে তার পরিবারের কাছে  ফেরত দেওয়া হতে পারে। তবে যশোর  কোতোয়ালি থানার ওসি  মো. ইলিয়াস হোসেন জানান, দুজনের ব্যাপারে কী করা হবে— তা নিয়ে চিন্তা-ভাবনা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর