সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অর্থ আত্মসাৎ মামলা

সাবেক সিভিল সার্জন ও ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় সাবেক সিভিল সার্জন ও সোনালী ব্যাংকের এক অফিসারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দিনভর পৃথক পৃথক অভিযানে চুয়াডাঙ্গা ও বাগেরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি  দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গার সাবেক সিভিল সার্জন ডা. মো. নাজমুল হক অন্যদের যোগসাজশে মিথ্যা ভাউচার দেখিয়ে ২২ লাখ ৮০ হাজার টাকার সরকারি ওষুধ আত্মসাৎ করেন। এসব অভিযোগের কারণে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। অন্যদিকে সোনালী ব্যাংক বাগেরহাট শাখার অফিসার (ক্যাশ) জাহাঙ্গীর হোসেন ওই শাখা থেকে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা আত্মসাৎ করেছেন। ওই অভিযোগে ২০১৫ সালের ১ অক্টোবর বাগেরহাট থানায় মামলা করে দুদক। গতকাল গ্রেফতারের পর দুজনকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর