মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
তাভেলা হত্যা

অভিযোগ গঠনের শুনানি ১৮ অক্টোবর

আদালত প্রতিবেদক

ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ১৮ অক্টোবর ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা নতুন এ তারিখ ধার্য করেন।

এর আগে রাষ্ট্রপক্ষ থেকে সময় চেয়ে আদালতে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, মামলাটি ‘স্পর্শকাতর’ বিবেচনায় অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা তামিল, আসামির সম্পত্তি জব্দ, ১৬৪ ধারায় জবানবন্দিসহ অন্যান্য নথি পর্যবেক্ষণ  করতে আরও সময় প্রয়োজন। মামলার নথিসূত্রে জানা গেছে, গত বছর ২৮ সেপ্টেম্বর কূটনৈতিক পাড়া গুলশানে ইতালির নাগরিক তাভেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রায় এক মাস পর ২৬ অক্টোবর বিএনপি নেতা এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরিফকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধে?্য ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শরিফ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে ঘটনার তদন্ত করে গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) গোলাম রাব্বানী চলতি বছরের ২৮ জুন মহানগর হাকিম আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে নিয়মানুযায়ী মামলাটি বিচারের জন্য জজ আদালতে পাঠানো হয়।

সর্বশেষ খবর