শিরোনাম
বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কোনো ক্ষতিকর প্রকল্পই চাই না

——— ড. আনু মুহাম্মদ

কোনো ক্ষতিকর প্রকল্পই চাই না

সুন্দরবনের জন্য কোনো ধরনের ক্ষতিকর প্রকল্পই চান না রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলনরত তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ। এই বিশিষ্ট অর্থনীতিবিদের মতে, শুধু রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পই নয়, যে কোনো অপতত্পরতাই গ্রহণযোগ্য নয়। এটা বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া বা আমেরিকা হোক, কোনো ধরনের ক্ষতিকর প্রকল্পই গ্রহণযোগ্য নয়। এখানে কোনো দেশ ও ব্যক্তির বিষয় নয়। সুন্দরবনের জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর কোনো প্রকল্পই করা উচিত নয়। কারণ সুন্দরবনের কাছ থেকে যে সেবাটা আমরা পাই, তা প্রাণবৈচিত্র্যের জন্য এবং প্রাকৃতিক রক্ষাবাঁধ হিসেবে যে সমর্থন দেয়, এটা আমরা অন্য কোনো উপায়ে পাব না। গতকাল তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ আলাপকালে বাংলাদেশ প্রতিদিন বলেন, সুন্দরবন আমাদের জন্য কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমে এটা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটা আমাদের কয়েক কোটি মানুষকে প্রাকৃতিক দুর্যোগের সময় সুরক্ষা দেয়। আমাদের জীবন-মরণ সুন্দরবনের ওপর নির্ভর করে প্রাকৃতিক দুর্যোগ সময়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ওপর যে আঘাত আসছে, তা মোকাবিলায় সুন্দরবন হচ্ছে আমাদের সবচেয়ে বড় অবকাঠামো। সে জন্য সুন্দরবনের ক্ষতি হয় বা ক্ষতি হতে পারে, এমন কোনো ঝুঁকি নিয়ে কোনো প্রকল্পই এখানে করা যাবে না।

সর্বশেষ খবর