বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নোয়াখালীতে সবচেয়ে বড় দুর্গা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সবচেয়ে বড় দুর্গা

নোয়াখালীতে শারদীয় দুর্গাপূজা সামনে রেখে চলছে ব্যাপক আয়োজন। জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে দেবী দুর্গার ৭১ ফুট প্রতিমা তৈরির কাজ চলছে। ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন দেশসেরা এই প্রতিমা ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। বরাবরের মতো দেশের সবচেয়ে ব্যয়বহুল পূজা আয়োজনের প্রস্তুতি চলছে নোয়াখালীর প্রধান বাণিজ্য          কেন্দ্র চৌমুহনীর নয়টি মণ্ডপে। এখানে দেশ-বিদেশের নানা পুরাকীর্তি, মন্দিরসহ বিভিন্ন ঐতিহাসিক পটভূমির থিম বা আদলে মণ্ডপ তৈরি করা হয়। বিজয়া সর্বজনীন দুর্গামণ্ডপের ২০ বছর পূর্তি উপলক্ষে এবার দেশসেরা ৭১ ফুট দেবী দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রায় আড়াই মাস ধরে বিশাল এই দুর্গাপ্রতিমা তৈরির কাজ করছেন শরীয়তপুর থেকে আসা প্রতিমার কারিগর অমরকৃষ্ণ পাল ও তার ১২ জন সহযোগী। এ প্রতিমা ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। প্রতিদিনই উত্সুক লোকজনের ভিড় জমছে। বিজয়া সর্বজনীন দুর্গামণ্ডপের সভাপতি দিলীপ কর্মকার জানান, ৩৫ লাখ টাকা ব্যয়ে ৭১ ফুট দীর্ঘ প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। বরাবরের মতো এবারও দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীর আগমন ঘটবে। আয়োজন সুসম্পন্ন করে তোলার লক্ষ্যে প্রশাসনে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সবার সঙ্গে দুর্গা উৎসব উপভোগ করতে চান ভক্তরা।

সর্বশেষ খবর