বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রামে বস্তি থেকে একে-২২সহ গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাস্তুহারা বস্তিতে অভিযান চালিয়ে একে-২২ রাইফেলসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে একটি বন্দুক, ১৬টি রকেট প্লেয়ার ও কিছু দেশীয় তৈরি ধারালো অস্ত্র। র‌্যাব ধারণা করছে, অভিযানের খবর পেয়ে জঙ্গিরা এ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। গতকাল সকালে নগরীর কোতোয়ালি থানাধীন আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী এক অভিযানে এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, অভিযানে দুটি ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ওই দুই ঘরের মালিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে জঙ্গিরা অভিযানের বিষয়টি টের পেয়ে অস্ত্র রেখে পালিয়ে যায়। তিনি বলেন, বিভিন্ন সময় জঙ্গিদের কাছ থেকেই একে-২২ এর মতো অস্ত্র পাওয়া গেছে। কোনো সাধারণ সন্ত্রাসী গ্রুপ এ ধরনের ভারী অস্ত্র ব্যবহার খুব একটা করে না। শহীদ হামজা ব্রিগেড কিংবা জেএমবি সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এ ধরনের ভারী অস্ত্র ব্যবহার করে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে বস্তিবাসীদের কেউ কেউ অস্ত্রগুলো মাদক ব্যবসায়ী রুহুল আমিন, মুক্তার, রফিক ও বাবুলসহ বেশ কয়েকজনের বলে দাবি করেন। তারা প্রায় সময় বস্তিতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেন বলেও তারা জানান।

সর্বশেষ খবর