বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সুইমিং পুল হচ্ছে বঙ্গভবনে

নিজস্ব প্রতিবেদক

১২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সুদৃশ্য সুইমিং পুল হচ্ছে বঙ্গভবনে। গতকাল বঙ্গভবনের রেসিডেন্সিয়াল ব্লকে ওই সুইমিং পুলের ভিত্তিফলক উন্মোচন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ভবনে এই সুইমিং পুল হচ্ছে। ভিত্তিফলক উন্মোচনের সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। বৃত্তাকার এই সুইমিং পুলটি ১০ মাসের মধ্যে নির্মাণ করা হবে। আগামী বছরের ২৩ জুন এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুইমিং পুলের কমপ্লেক্সে জ্যাকুজি, স্টিমবাথের ব্যবস্থা ও শিশুদের জন্য ওয়েডিং পুলও থাকবে। ছয় হাজার ৭০০ বর্গমিটার ক্ষেত্রফলের বঙ্গভবনের মধ্যে মূল সুইমিং পুলটির ব্যাসার্ধ ২৩ দশমিক ৭৫ মিটার। বিভিন্ন পর্যায়ে গভীরতা থাকবে ছয় থেকে ৮ ফুট। বেসরকারি প্রতিষ্ঠান স্টুডিও ইকোটেকচার লিমিটেড এই সুইমিং পুল নির্মাণের পরামর্শক হিসেবে কাজ করবে। আর নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনিক করপোরেশন।

সর্বশেষ খবর