শিরোনাম
বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
কৃষি সংবাদ

কোয়েল পাখি পালন করে সচ্ছল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কোয়েল পাখি পালন করে সচ্ছল

বগুড়ায় কোয়েল পাখি লালন-পালন করে সচ্ছল হয়ে উঠছে শতাধিক পরিবার। কোয়েল পাখি খামারিরা বলছেন, সরকারিভাবে ঋণ বা সহযোগিতা পেলে অনেক পরিবার খামার গড়ে নিজেদের আর্থিক দুরবস্থা দূর করতে পারবে। বগুড়া শহরের সাবগ্রাম, চারমাথাসহ বেশ কয়েকটি এলাকায় গড়ে উঠেছে কোয়েল পাখির খামার। অস্থায়ী ভিত্তিতে কোয়েল পাখির বাজার গড়ে উঠেছে শহরের ২ নং ও ৩ নং রেলঘুমটির মাঝে। প্রতিদিন এই বাজারে শত শত কোয়েল পাখি এবং পাখির ডিম বিক্রি হয়।  বগুড়ার সাবগ্রাম এলাকার কোয়েল পাখির খামারি জামাল উদ্দিন জামাল জানান, কোয়েল পাখির চাহিদা রয়েছে বগুড়াসহ কয়েকটি জেলার নামি-দামি হোটেল, মোটেল ও রেস্টুরেন্টে। এসব চাহিদা মেটাতে বগুড়া থেকে কোয়েল পাখি ঢাকা, সিলেটসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ ম শফিউজ্জামান জানান, বগুড়ার ২ শতাধিক পরিবার কোয়েল পাখির খামার গড়ে অভাব দূর করতে পেরেছে।

সর্বশেষ খবর