Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০২:৪৭
ইউনেসকোর চিঠিতে ৩৬ ভুল দাবি কোম্পানির
প্রতিদিন ডেস্ক

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের সম্ভাব্য ক্ষতির আশঙ্কা করে উদ্বেগ জানিয়ে ইউনেসকোর পাঠানো চিঠিতে ৩৬টি ভুল পাওয়ার দাবি করেছে এই বিদ্যুৎ কেন্দ্রের কোম্পানি। গতকাল খুলনা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল ভট্টাচার্য এ দাবি করেন। এদিকে, এই তাপবিদ্যুৎ কেন্দ্রবিরোধী তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এক বিবৃতিতে ইউনেসকোর উদ্বেগ বিবেচনায় নিয়ে সরকারকে এ পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক ‘মৈত্রী সুপার পাওয়ার থারমাল’ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। খবর বিডিনিউজের। বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না দাবি করে উজ্জ্বল ভট্টাচার্য বলেন, পরিবেশ দূষণমুক্ত রাখার বিষয়টি মাথায় রেখেই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। কলকাতায় চারটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থাকার তথ্য তুলে ধরে ভারতের সঙ্গে যৌথ এ কোম্পানির এমডি বলেন, সেগুলোর কারণে কোনো ক্ষতি হচ্ছে না। সভায় জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow