বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ট্রেনে কাটা পড়ল কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে নূরে জান্নাত মিতু নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে। মিতু মিরপুর বাংলা কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। সে তার স্বামী জাহাঙ্গীর আলমের সঙ্গে খিলক্ষেতের মধ্যপাড়ায় থাকত। তার গ্রামের বাড়ি পাবনার ফরিদপুরে।    

মিতুর পরিবারের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গতকাল ভোরে খিলক্ষেত রেলক্রসিংয়ে ঢাকা থেকে জামালপুরগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনে কাটা পড়ে মিতুর মৃত্যু হয়। মিতু অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। গত মঙ্গলবার অনার্স শেষ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় মিতু এক বিষয়ে ফেল করে। এ কারণে সে আত্মহত্যা করতে পারে। তবে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ রয়েছে, মিতু ফোনে কথা বলতে বলতে রেললাইন ক্রস করার সময় ট্রেনে কাটা পড়ে। সুরতহাল প্রতিবেদনটি করেন ঢাকা রেলওয়ে থানার এসআই আলী আকবর।

সর্বশেষ খবর