বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অষ্টম কলাম

নারীদের জন্য টোকেন ছাড়াই ভারতের ভিসা

নিজস্ব প্রতিবেদক

ভারতের ভিসার জন্য বাংলাদেশের নারীদের আগে থেকে সাক্ষাৎকারের তারিখ বা ই-টোকেন লাগবে না। তাদের জন্য এমনই একটি স্কিম পরীক্ষামূলকভাবে চালু করছে ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষামূলক স্কিমের আওতায় ই-টোকেন ছাড়া নারী ভ্রমণেচ্ছুদের ভিসা দেওয়া হবে। আগামী ৩ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত রাজধানীর গুলশান-১ এ অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র থেকে এর আওতায় ভিসা দেওয়া হবে। নারীরা তাদের সঙ্গে ভারতে যেতে ইচ্ছুক পরিবারের এমন সদস্যদের পক্ষ থেকেও ভিসা আবেদন জমা দিতে পারবেন।

হাইকমিশন জানায়, আবেদনের সময় নারী আবেদনকারীর এবং ভিসাপ্রার্থী তার পরিবারের সদস্যদের বিমানের টিকিট থাকতে হবে, যা কেন্দ্রে প্রবেশের সময় দেখাতে হবে। ভ্রমণের তারিখ অক্টোবর মাসেই হতে হবে। তবে এ জন্য সাত দিন আগে আবেদন জমা দিতে হবে। ছুটির মৌসুমে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য এটি শুভেচ্ছার নিদর্শন বলে জানায় হাইকমিশন। এর আগে ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ ভিসা প্রার্থীদের জন্য ই-টোকেন ছাড়া আবেদনের সুযোগ দিয়েছিল ভারতীয় হাইকমিশন।

সর্বশেষ খবর